নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৮ অক্টোবর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। রবিবার তাদের মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী পুলিশ অফিসারেরা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম, শেখ আতিউল(৩৪), হাসিনুর রহমান (১৯)। এই দুজন এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা। অপর একজন ধৃত সিন্টু মন্ডল মথুরাপুর অঞ্চলের কাকরিবাধা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি বড় হাসুয়া এবং একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ। রবিবার মানিকচক থানার পুলিশ ধৃত ৩ জনকে মালদা জেলা আদালতে পেশ করেছে। ঘটনার তদন্ত শুরূ করেছে পুলিশ।