নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৫ ডিসেম্বর : ডালখোলা রেল স্টেশন সংলগ্ন রাস্তায় একটি দিকভ্রান্ত হনুমান চলে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিগত তিনদিন ধরে ওই হনুমানটিকে স্টেশনের প্ল্যাটফর্ম সহ স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি হনুমানটি মাঝে মধ্যেই বিভিন্ন দোকানে ঢুকে দোকানের জিনিসপত্র নিয়েও চম্পট দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। অবিলম্বে ওই হনুমানটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ডালখোলা রেল স্টেশন সংলগ্ন রোডে একটি দিকভ্রান্ত হনুমান চলে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিগত তিনদিন থেকে ওই হনুমানটিকে স্টেশনের প্লাটফর্ম সহ স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ওই হনুমানকে দেখতে এলাকায় ভিড় জমাচ্ছেন পথ চলতি মানুষজন। উৎসুক জনতাদের মধ্যে বেশ কয়েকজন ওই হনুমানটিকে ফল ও বিস্কুট খেতেও দিচ্ছেন। তবে হনুমানটি মাঝে মধ্যে বিভিন্ন দোকানে ঢুকে দোকানের জিনিসপত্র নিয়েও চম্পট দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দীনেশ পাঠক। অপর এক ব্যক্তি শিলাদিত্য মজুমদার জানিয়েছেন, তিনদিন ধরে হনুমানটি এলাকায় ঘুরে বেড়ালেও বন দফতর ওই হনুমানটিকে উদ্ধার করেনি। হনুমানটি দিশাহারা হয়ে যেখানে সেখানে ঘুরছে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে হনুমানটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। হনুমানটি এলাকায় কি ভাবে এলো তা বোঝা না গেলেও স্থানীয়দের ধারণা হনুমানটি অসুস্থ রয়েছে। এব্যাপারে উত্তর দিনাজপুর জেলার সহ বন অধিকারীক মঞ্জুলা তিরকিকে ফোনে ঘটনাটি জানানোর পর তিনি ওই হনুমানটিকে উদ্ধার করার আশ্বাস দিলেও ঘটনার তিন দিন কেটে গেলেও তা উদ্ধারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বন দফতরের পক্ষ থেকে।