রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন পোর্টাল চালু, প্রথম দিনে পড়ুয়াদের বিপুল সাড়া

ডিজিটাল ডেস্ক: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শুরু হল নতুন অনলাইন যুগ। বুধবার থেকে রাজ্য সরকারের তৈরি করা একক ভর্তির পোর্টাল চালু হয়ে গেল। মঙ্গলবার বিকাশভবন থেকে এই পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পরদিন থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রথম দু’ঘণ্টাতেই প্রায় ৮০টি আবেদন জমা পড়েছে। জানা গিয়েছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মাইক্রোবায়োলজি বিভাগে। প্রথম দিনেই প্রায় ২০ জন পড়ুয়া মাইক্রোবায়োলজি পড়তে আবেদন করেছেন। এছাড়া বিবিএ (BBA) বিভাগে ১৩ জন এবং ইংরেজি (English) বিভাগে ১২ জন আবেদন করেছেন।

পড়ুয়ারা বাড়িতে বসে, মোবাইল বা সাইবার ক্যাফে থেকে আবেদন করছেন। একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি কলেজে আবেদন করতে পারবেন, তাও আবার একদম বিনামূল্যে। আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হবে ১ জুলাই। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২ অগাস্ট থেকে, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুনঃ আম পাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি! রায়গঞ্জে বন্ধুর হাতে গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্র

তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University), যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সহ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি এই পোর্টালের বাইরে হবে। রাজ্যের মোট ৪৬০টি কলেজ এবং ১৭টি বিশ্ববিদ্যালয়ে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হবে।

পড়ুয়াদের সুবিধার জন্য এআই নির্ভর চ্যাটবট ‘বীণা’ (Beena) চালু করা হয়েছে। পড়ুয়ারা ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এই চ্যাটবটের মাধ্যমে জানতে পারবেন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কলেজ পছন্দের তালিকা তৈরি করতে হবে। আবেদন চলাকালীন সময়ের মধ্যে কলেজ ও বিষয় পছন্দ পরিবর্তনের সুযোগ থাকবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর পড়ুয়ারা অনলাইনে প্রভিশনাল ভর্তি সেরে নিতে পারবে।

১ অগাস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলেও শিক্ষামন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে।

পোর্টাল চালু হতেই রাজ্যের বহু পড়ুয়া এতে ইতিমধ্যেই আবেদন শুরু করে দিয়েছে। একদিকে সহজ পদ্ধতি, অন্যদিকে কোন খরচ নেই— এই দুই কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Next Post

মহেশতলায় আদালতের অনুমতিতে ঘটনাস্থল ঘুরলেন শুভেন্দু অধিকারী

Wed Jun 18 , 2025
ডিজিটাল ডেস্ক: মহেশতলার (Maheshtala) রবীন্দ্রনগর (Rabindranagar) থানা এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর বুধবার আদালতের অনুমতি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১১ জুন মন্দিরের সামনে তুলসি মঞ্চ বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। ওই ঘটনায় একাধিক বাড়ি, দোকান, গাড়ি ভাঙচুর হয়। আক্রান্ত […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম