নিউজ ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গের জেলাগুলিতে একই ছবি লক্ষ্য করা যায়। এদিন সকাল ৯ টা থেকে প্রায় ১১ টা পর্যন্ত দু’ঘন্টা ধরে ভারী বৃষ্টি হয়।
সেই সময় জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার সরুন এক অঞ্চলের পাজোল গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম পচা মহম্মদ। এদিন দুপুরে নিজের জমিতে কাজ করছিলেন তিনি। সেই সময় হঠাৎ সেখানে বাজ পড়লে মৃত্যু হয় তার। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
অন্যদিকে গাজোলের সালাইডাঙ্গা অঞ্চলের পাকুরডাঙ্গা এলাকায বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের। বজ্রাঘাতে জখম হয়েছে আরও দুজন ছাত্র। মৃত ছাত্রের নাম সোমেন হেমব্রম। চারজন বন্ধু মিলে ফুটবল খেলছিল এলাকায়। সেই সময় বাজ পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অজয় কর্মকার ও শিবা সোরেন নামে আহত দুই ছাত্রকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এক ছাত্র সুস্থ রয়েছে।