কলকাতা
আন্দোলনের নামে হিংসা নয়! পুলিশের হুঁশিয়ারি ভিডিও ঘুরছে নেট দুনিয়ায়

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের একাধিক জেলায় যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘনীভূত হচ্ছে, তখন পুলিশের ভূমিকাও উঠেছে প্রশ্নের কাঠগড়ায়। মুর্শিদাবাদের মতো এলাকায় অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন বহু সাধারণ মানুষ। ঠিক এই সময়েই নজর কেড়েছেন এক পুলিশ আধিকারিক—ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুনকুমার দে। তাঁর সাহসী অবস্থান এবং জবরদস্ত বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।
গত কয়েকদিনে ভাঙড়-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন ঘিরে অশান্তি ছড়িয়েছে। কোথাও বাসে আগুন, কোথাও সরকারি সম্পত্তিতে ভাঙচুর। এই পটভূমিতে এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, যেখানে ভাঙড়ের উত্তপ্ত জমায়েতে ঠায় দাঁড়িয়ে রয়েছেন মিতুন দে। প্রতিবাদীদের উদ্দেশে তাঁর বার্তা স্পষ্ট—আন্দোলনের অধিকার থাকলেও তার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে মৃত ৩, শ্রদ্ধা জানাতে বিজেপির তরফে পালন হিন্দু শহিদ দিবস
ভিডিওতে দেখা যায়, মিতুন দে জনতার উদ্দেশে শান্তভাবে বোঝাচ্ছেন, আইন ভাঙা নয়, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করাই গণতন্ত্রের পথ। এরপরই তাঁর গলায় দৃঢ় হুঁশিয়ারি—“চাকরি বড় কথা নয়, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত, কিন্তু আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করব না।”
এই বক্তব্যের জেরে ইতিমধ্যেই ‘সিংঘম’ উপাধি জুটেছে তাঁর নামে। সাধারণ মানুষের একাংশ যেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ, সেখানে মিতুনবাবুর প্রকাশ্য দৃঢ় অবস্থান অনেকের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁকে ‘জনতার পুলিশ’ বলছেন, কেউবা ‘সত্যিকারের রক্ষক’।
ওয়াকফ আন্দোলনের জেরে রাজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এমন এক পুলিশ আধিকারিকের সাহসিকতা নিঃসন্দেহে প্রশাসনের ভাবমূর্তি রক্ষা করতে সহায়ক—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।