রতুয়া , ২৫ আগস্ট : তৃনমূলের দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে প্রধান অপসারণ করলেন তৃণমূলের দলীয় সদস্যদের পাশাপাশি বিজেপির সদস্যরা। মঙ্গলবার কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হল মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, ২০ টি আসন বিশিষ্ট রতুয়ার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পঙ্কজ মিশ্র। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ সহ বিভিন্ন অভিযোগ তুলে মঙ্গলবার অনাস্থা আনা হয়।
ব্লক প্রশাসনের আধিকারিক এবং অনাস্থার পক্ষের ১৫ জন সদস্যদের উপস্থিতিতে পাশ হয় অনাস্থা প্রস্তাব। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভিত্তিতে নতুন প্রধান গঠন করা হবে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে।দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২০।তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ৮, বিজেপি সদস্য সংখ্যা ৮, কংগ্রেস ২, সিপিআইএম ১ এবং নির্দল ১। প্রধান ছিলেন পঙ্কজ মিশ্র। কিন্তু প্রধানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে অনাস্থা আনেন পঞ্চায়েতের ১৫ জন সদস্য। প্রধানের বিরুদ্ধে ১৫ জন এবং প্রধানের পক্ষে প্রধানসহ ৫ জন ভোট দেন। এদিন ভোটাভুটির মাধ্যমে প্রধান অপসারিত হন। এই প্রসঙ্গে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান পঙ্কজ মিশ্র নিজেদের দলেরই বিধায়ক সময় মুখোপাধ্যায়ের উপর আক্রমণ শানান। রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক জানান, “আমাদের দলের মধ্যে ভুল ত্রুটি আছে বলেই এই অপসারণগুলো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাজকর্ম নিয়েও কিছু অসন্তুষ্ট আছে। আমাদের দলের কিছু সদস্য প্রলোভনে পড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা করেছে। এর বেশি আমি কোন মন্তব্য করব না। যা বলার বিধায়ক সমর মুখোপাধ্যায় বলবেন।তবে এই বিষয়ে রতুয়া বিধানসভার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।