মানিকচক , ০৬ সেপ্টেম্বর : দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলেন্টিয়ার এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজিত হল মালদা জেলার মানিকচকে। সোমবার দুপুরে মানিকচক ব্লকের কমিউনিটি হলে এই প্রশিক্ষন শিবিরের আয়োজন করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকেরা।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এন ডি আর এফ আধিকারিকেরা। এদিনের কর্মসূচিতে এন ডি আর এফের কমান্ডিং অফিসার রাজ কুমার শীল, অমলেশ কুমার, মানিকচক ব্লকের জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে হাতে-কলমে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিপর্যয় পরিস্থিতির কিভাবে মোকাবিলা করবে তা বোঝানো হয় এনডিআরএফ তরফে। সোমবার দুপুরে মালদার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে এন ডি আর এফ এর তরফে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দুর্যোগ পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টার পাশাপাশি সমস্ত রকম বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষ কিভাবে বেঁচে উঠতে পারে এই সমস্ত দিককে সামনে রেখে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সিভিক ভলেন্টিয়ারদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এন ডি আর এফ কমান্ডিং অফিসার রাজ কুমার শীল, এন ডি আর এফ অফিসার অমলেশ কুমার, মানিকচক ব্লকের জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়া ও মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ সহ নানারকম পরামর্শ দেওয়া হয় দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। পথ দুর্ঘটনা, আগুন লাগা, জলে ডোবা, হৃদরোগ ছাড়াও সমস্ত রকম দুর্যোগ পরিস্থিতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপ্রসঙ্গে এনডিআরএফ কমান্ডিং অফিসার রাজ কুমার শীল জানান, জেলাজুড়ে শিবির একের পর এক করা হচ্ছে। কোনরকম দুর্যোগ পরিস্থিতি আসলে তৎক্ষণাৎ সেই পরিস্থিতির কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ চলছে।