মানিকচক, ১ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে তিনটি চোরাই মোটরবাইক সহ তিনজনকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার রাতে মালদা জেলার মানিকচক থানার মানিকচক ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শেখ বাসির আলী, ওয়াসিম আলী এবং আলমগীর শেখ ধৃত তিনজনের বাড়ি মানিকচকের রাজনগর ও বড় বাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন দুষ্কৃতী তিনটি বাইক চুরি করে ঝাড়খণ্ডের রাজমহল থেকে গঙ্গা নদীপথে নৌকায় করে মানিকচক ঘাটে আসছিল। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকচক ঘাট এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। সেখান থেকেই ঐ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় কিছুদিন ধরেই জলপথে চোরাই বাইক পারাপার করার চেষ্টা করছিল ওই দুষ্কৃতীরা। ওই তিনজন দুস্কৃতির কাছ থেকে যে তিনটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে সেই মোটরবাইকগুলির কোন নম্বর প্লেট ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের অনুমান বহুদিন ধরে একটি আন্তঃরাজ্য বাইক পাচারচক্র সক্রিয় রয়েছে এলাকায়। এর আগেও একাধিক অভিযানে সাফল্য পেয়েছে মানিকচক থানার পুলিশ। আর এবারে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরবাইক সহ তিনজনকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। ওই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেবিষয়ে তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।