
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১১ মে :বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
গোপন সূত্রের খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ হানা দেয় ভূপালপুর এলাকায়। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে একটি ৩০৩ লাইভ কার্তুজ উদ্ধার করেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে নানা অসামাজিক কাজকর্ম চালিয়ে আসছে। হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র নিয়ে ভূপালপুর এলাকায় ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। সেই সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম পরিচয় জানানো হয় নি।
