নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি। স্কুল কলেজ কবে খুলবে, সেই বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার ক্ষেত্রে ভরসা অনলাইন ক্লাস। কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম্পিউটার বা স্মার্ট ডিভাইসের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। এবার সেই সব পড়ুয়াদের জন্য কল্পতরু রাজ্য সরকার।
রাজ্যের দুঃস্থ ৯ লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সরকারি কর্মী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে। ৬৩৬টা মাদ্রাসা আছে। কোভিড পরিস্থিতি অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। তাই রাজ্য়ের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে ৫-৬ মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে, তারা ক্লাসগুলো করতে পারে। পঠনপাঠনে সুবিধা হয়।”