রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই খাতে রাজ্য সরকারের তহবিল থেকে ২,২০০ কোটি টাকা খরচ হবে। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে মিলিত হন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি একথা ঘোষণা করেন।

২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। এই আইনি লড়াইয়ের মধ্যেই কর্মীসংগঠনের চিঠি যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই চিঠির প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বৈঠক করেন। তিনি বলেন, “পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে। আমি আবেগপ্রবণ মানুষ, ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো।” কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বলেন মুখ্যমন্ত্রী। এদিন ডিএ ঘোষণার পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান RTPCR টেস্টে ৯৫০ টাকার বেশি টাকা নেওয়া যাবে না এই রাজ্যে

Next Post

একসাথে করোনা প্রতিষেধক নেওয়ার সিদ্ধান্ত আমেরিকার প্রাক্তন তিন রাষ্ট্রপতির

Fri Dec 4 , 2020
নিউজ ডেস্ক , ০৪ ডিসেম্বর : দেশের নাগরিকদের ভয় ভীতি দূর করতে করোনা প্রতিষেধক নেওয়ার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রাক্তন তিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা। তিন প্রাক্তন রাষ্ট্রপতি একসঙ্গে করোনা প্রতিষেধক নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই এতে সাড়া দিতে শুরু করেছেন সাধারণ নাগরিকেরাও। প্রায় এক বছর হয়ে […]

আপনার পছন্দের সংবাদ