নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ভারতের। অ্যাডিলেডে লজ্জাজনক ইনিংস ভারতের। মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ইনিংস। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান করেছিল টিম ইন্ডিয়া। এতদিন সেটাই ছিল সর্বনিম্ন স্কোর। শনিবার অ্যাডিলেডে সেই রানের থেকেও কম রানে ধরাশায়ী ভারতীয় শিবির।
ভারতের ব্যাটিং স্কোরগুলি হল পৃথ্বী শ ৪, মায়াঙ্ক আগরওয়াল ৯, চেতেশ্বর পুজারা ০, বিরাট কোহলি ৪, অজিঙ্কা রাহানে ০, জস্পৃত বুমরা ২, হনুমা বিহারি ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবীচন্দ্রন অশ্বিন ০, মোহাম্মদ সামি ১, উমেশ যাদব ৪ । অ্যাডিলেডে পিঙ্ক টেস্টে বিপর্যয় ভারতের। প্যাট কামিন্স, হ্যাজলউডের দাপটে বোলিংয়ে কার্যত আত্মসমর্পণ বিরাট বাহিনীর। একটা সময় ৫ উইকেট হারিয়ে ১৫ রানে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু শেষরক্ষা হয়নি। দলের হয়ে গোটা ম্যাচে লড়াই করেছিলেন কিং কোহলি। তবে হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় দীর্ঘস্থায়ী হয়নি ভারতের ব্যাটিং ইনিংস। কামিন্সের বলে সহজেই ক্যাচ আউট হয়ে যান ভারতীয় অধিনায়ক। ফলে মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর।