নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : সব সময় বল হাতে বিধ্বংসী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার দখলে রয়েছে বেশ কয়েকটি উইকেট। এবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন পাক পেসার মহম্মদ আমির। মহম্মদ আমির জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেট বোর্ড তাকে দিনের পর দিন মানসিক নির্যাতন করেছে।
যার জেরে এই অবসরের সিদ্ধান্ত মোহাম্মদ আমিরের। আর রীতিমতো পিসিবি বোর্ডকেও প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে মোহাম্মদ আমির। ভারত হোক কিংবা ইংল্যান্ড যে কোন দেশের বিরুদ্ধেই বিধ্বংসী এই পেসার মূলত শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিবসীয় ম্যাচে পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয় এই পেসারের। তারপর দীর্ঘদিন ক্রিকেট খেলার পর মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। মূলত পাকিস্তানি ক্রিকেট বোর্ডের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তারই অবসরের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পিসিবি এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, ক্রিকেট ছাড়াটা আমিরের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বোর্ড। মূলত স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিনি পাঁচ বছর খেলেননি। মহম্মদ আমির ২০১৯ সালে টেস্ট ছেড়েছিলেন। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী পাকিস্তানের জাতীয় দলে ছিলেন মহম্মদ আমির। হঠাৎই তারই অবসরের সিদ্ধান্তে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে পাক ক্রিকেট বোর্ড।