নিউজ ডেস্ক , ২০ ডিসেম্বর : প্রথম থেকে বিধ্বংসী ফর্মে ছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-২ গোলে শেষ হলো ম্যাচ। হেডে একটি গোল করেন মেসি। খেলার শুরুতে ২৯ মিনিটের মাথায় হেড থেকে গোল করেন ভ্যালেন্সিয়ার তারকা ফুটবলার দিয়া খাবি। পরবর্তীতে বার্সার হয়ে গোলের একটি সুযোগ নষ্ট করেন লিও মেসি। যদিও বিরতির ঠিক আগে একটি পেনাল্টি সিদ্ধান্ত নেন রেফারি।
আর হলুদ কার্ড দেখান ভ্যালেন্সিয়ার গায়াকে। যা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ে বার্সা এবং ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। পেনাল্টি থেকে গোলের সুযোগ ছিল মেসির সামনে কিন্তু ভ্যালেন্সিয়ার গোলকিপারের সুদক্ষ পরিচালনায় লক্ষ্যভ্রষ্ট হয় লিও মেসি। তবে ফিরতি বল থেকে হেডে গোল করেন মেসি। এর ফলে সমতায় ফেরে আসে বার্সেলোনা। বিরতির পরবর্তী সময়ে ৫২ মিনিটে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি। এর ফলে ২-১ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। তবে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি এই ফলাফল। ম্যাচের ৬৯ মিনিটে গোল করে সমতা ফেরান গোমেজ। পরবর্তীতে বার্সেলোনা অনেক চেষ্টা করলেও জয়ের মুখ দেখতে পারেনি। ১৩ ম্যাচ খেলে বার্সেলোনার সংগ্রহ ২১ পয়েন্ট। অপর একটি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারালো এলচেকে। বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার সুয়ারেজ এদিন জোড়া গোল করেন। অপর গোলটি করেন দিয়েগো কোস্তার। অপরদিকে এলচের হয়ে একটিমাত্র গোল করেন লুকাস। এই ম্যাচ জেতার ফলে বারোটি ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অ্যাটলেটিকো। ফের আবারো ম্যাচের নায়ক হয়ে উঠলেন সুয়ারেজ।