পাকিস্তানে নবদম্পতিকে একে ৪৭ উপহার, সমালোচনায় মুখর নেটিজেনরা

নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : “বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়” পাকিস্তান কি ধরনের বৃক্ষ তা তাদের সংস্কৃতি দেখলেই বোঝা যায়। না হলে বিয়ের আসরে নব দম্পতিকে কেউ এ কে ৪৭ উপহার দেয়? এই মানসিকতা ফের একবার বুঝিয়ে দিল পাকিস্তান আছেই পাকিস্তানেই। না তারা নিজেদের শোধরাবে না এই ধরনের কার্যকলাপ তারা বন্ধ করবে।

বাড়ি জুড়ে চোখ ধাঁধানো প্যান্ডেল। রাতের আলোর রোশনাইয়ে বেজে চলেছে বিয়ের সানাই। অতিথিরা আসছেন। যাচ্ছেন। নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার সামগ্রীও। হঠাৎই সেই বিয়ের অনুষ্ঠানে সটান এক মহিলা এসে বরের হাতে তুলে দিলেন অত্যাধুনিক এ কে ৪৭ রাইফেল। না, এই রাইফেল কাউকে খুন করার জন্য মহিলা তুলে দেন নি। উপহার হিসেবে এই আগ্নেয়াস্ত্র নবদম্পতিকে দিয়েছেন ওই মহিলা। পাকিস্তানে এমন বিয়ের আসরকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অত্যাধুনিক একে ৪৭ হোক বা যে কোনো আগ্নেয়াস্ত্র, সেগুলো উপহার হিসেবে দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন। তবে যেহেতু এটি পাকিস্তানের ঘটনা তাই অনেকেই এনিয়ে আশ্চর্যর কিছু দেখছেন না। কারণ যেদেশে জিহাদিদের কার্যকলাপ প্রকাশ্যে চলে, সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর বলে পরিচিত পাকিস্থানে সন্ত্রাসবাদীদের লালন পালন ও প্রশিক্ষণ এবং ভারতের বিরুদ্ধে জিহাদী কার্যকলাপকে চলতে দেওয়া হয় তাতে নেটিজেনরা অবাক হচ্ছেন না এই ঘটনায়। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওটি ঠিক কোন প্রদেশের বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

Next Post

করোনা ভ্যাকসিন তৈরির অগ্রগতি খতিতে দেখতে পরিদর্শন শুরু প্রধানমন্ত্রীর

Sat Nov 28 , 2020
নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : পূর্বঘোষণা মত করোনা ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরির অগ্রগতি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে ভ্যাকসিন তৈরির তিনটি সংস্থা পরিদর্শন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার একইদিনে তিন শহরে যাবেন তিনি। শুক্রবার টুইট করে একথা জানানো হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। টুইটে জানানো হয়, ‘‌‘‌প্রতিষেধকের প্রস্তুতি ও […]

আপনার পছন্দের সংবাদ