নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : মুম্বইয়ে ২৬/১১ ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আমেরিকায় পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন অনাবাসী ভারতীয়রা। জাতীয় পতাকা নিয়ে পাকিস্তানের দূরাবাসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় ১২ বছর। এখনও দগদগে সেই ঘটনা। ২০০৮ সালে ভয়াবহ এই মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের।
ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় ৯ জন সন্ত্রাসবাদীর। পরে ঘটনায় একমাত্র ধৃত সন্ত্রাসবাদী আজমল কাসভের ফাঁসি হলেও পড়শি দেশে ঘাঁটি গেড়ে থাকা প্রকৃত অপরাধীরা আজও সাজা পায় নি। বহাল তবিয়তেই রয়েছে তারা৷ সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর ওই দেশে আজও সযত্নে লালিত পালিত হচ্ছে তারা৷ বিশ্বের শান্তিকামী মানুষের কাছে ওই প্রতিবেশি রাষ্ট্র কতটা যে ভয়ঙ্কর তা হয়ত অনেক রাষ্ট্রেরই অজানা৷ কারণ ওই দেশেই লুকিয়ে ছিল ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মূল মাস্টারমাইন্ড বিন লাদেন৷ স্বাভাবিকভাবেই এখনও ওই দেশ সন্ত্রাসবাদীদের শুধু আশ্রয় দেওয়াই নয়, ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ চালানো, হামলা ও জঙ্গিদের পুরো প্রশিক্ষণ দিয়ে দিয়ে আসছে৷ রাষ্ট্রসংঘ কিংবা নিরাপত্তা পরিষদ আজও সেই দেশের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করতে পারেনি৷ মুখে বললেও বারবার তা এড়িতে গিয়েছে তারা৷ ফলে সার্বভৌমত্ব রক্ষায় ভারতকেই আগামীদিনে হয়ত জোরদার ব্যবস্থা নিতেই হবে।