নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৫ ডিসেম্বর : জেলা নেতৃত্বকে অগ্রাহ্য করে তৃণমূল যুব কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ২ নং
ব্লক কমিটিতে তালিকা বহির্ভূত ৩ জনকে স্থান দেওয়ার ঘটনায় ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলো সংগঠনেরই সহ সভাপতি। উল্লেখ্য,বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুব তৃণমূলের সভাপতি মনোতোষ ঘোষ।
নতুন কমিটিতেই ব্লকে যুব তৃণমূলের সহ সভাপতি হয়েছেন আয়নাল হক। আর এই নতুন কমিটি নিয়েই সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।আয়নাল হক বলেন, জেলা তৃণমূলের যুবসভাপতি প্রসেনজিৎ দাসের নির্দেশেই আমাদের কমিটি গঠন হয়েছে ।উনি কমিটির যে লিস্ট পাঠিয়েছিলেন তার বাইরেও মনোতোষ ঘোষ তিনজনের নাম ঘোষণা করেছেন।সাংবাদিক সম্মেলনেও আমাদের ডাকা হয়নি । এবিষয়ে জেলা সভাপতির কাছে ফোন মারফত অভিযোগ জানিয়েছি।উনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক যুব তৃণমূলের সভাপতি মনোতোষ ঘোষ বলেন, সংগঠনকে শক্তিশালী করতেই জেলা সভাপতির সঙ্গে আলোচনাক্রমে তালিকার বাইরে থাকা এই তিনজনকে কমিটিতে রেখেছি। বৃ্হস্পতিবার সাংবাদিক সম্মেলনে সবাইকেই ডাকা হয়েছিল বলে দাবী মনোতোষ ঘোষের।অন্যদিকে মালদা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বীরেন্দ্র প্রতাপ মন্ডল বলেন, এই বিষয়ে অভিযোগ এসেছে। জেলা সভাপতির তৈরী তালিকাই বহাল থাকবে। নিজেদের মধ্যে আলোচনা করে এই মিটিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কটাক্ষ করে বলেন, তৃনমূল ক্ষমতায় আসার পর থেকেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, প্রথমে নব্য ও আদি। এবারে সব মোর্চার মধ্যে।