নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৫ ডিসেম্বর : দলের অঞ্চল সভাপতি নিয়োগের ক্ষেত্রে ব্লক সভাপতির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আনলো দলেরই ব্লক কমিটির অন্যান্য সদস্যরা। এই ঘটনাকে ঘিরে চাপানউতোর সৃষ্টি হয়েছে চাঁচল ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের অন্দরে।
উল্লেখ্য চাঁচল ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে ফের মনোনীত হয়েছেন হাবিবুর রহমান। এরপরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন ব্লক কমিটির সহ-সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান গঠনের সময় আর্থিক লেনদেনের ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ব্লক সভাপতি হবিবুর রহমান। অভিযোগ থাকা সত্ত্বেও পুনরায় ব্লক সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পরই অঞ্চল কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অঞ্চল সভাপতির পদ পাইয়ে দেওয়ার নামে ব্লক সভাপতি হবিবুর রহমান টাকা তুলছেন বলে অভিযোগ তাদের ।এসব বিষয় জানিয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে লিখিতভাবে জেলা নেতৃত্বকে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ব্লক সহ-সভাপতি আদিত্যনারায়ন দাস সহ অন্যান্য নেতৃত্ব। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি হবিবুর রহমান। তাকে কালিমালিপ্ত করতেই এসব ভ্রান্ত অভিযোগ আনা হচ্ছে বলে দাবী হবিবুর রহমানের। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে চাননি মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার জানিয়েছেন, এক্ষেত্রে গোষ্ঠীকোন্দলের কোন বিষয় নেই। উভয়পক্ষকে নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন তৃণমূল ও গোষ্ঠী কোন্দল সমার্থক শব্দ। ভোট যুদ্ধ যত এগিয়ে আসবে গোষ্ঠী কোন্দল আরো বাড়বে বলে দাবী তার।