নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৬ ডিসেম্বর : গণধোলাই বন্ধে সুপ্রীম কোর্টের নির্দেশ অমান্য করে মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে মারধোর করে ঘরে আটকে রাখবার অভিযোগ উঠলো কতিপয় গ্রামবাসীদের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার কোতুয়ালি বাজার এলাকায়।জানা গিয়েছে, এদিন এলাকার বাসিন্দা অমিত দাসের মোবাইলটি বাজার করতে যাওয়ার সময় খোয়া যায়।
সেসময় মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে আটক করে কতিপয় এলাকাবাসী। সেখানেই তাকে ব্যাপক মারধোর করা হয়। এমনকী মারধোরের পর
ডালিম দাস সহ বেশ কয়েকজন গ্রামবাসী তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মারধোরের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমকেও।আইনি নির্দেশিকা অগ্রাহ্য করে অমানবিক এই ঘটনার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। এই ঘটনায় কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ গোস্বামী জানিয়েছেন, প্রশাসনকে না জানিয়েই ওই কিশোরকে মারধোর করার ঘটনা আইনবিরুদ্ধ। এমনকী সংবাদমাধ্যমকে খবর সংগ্রহে বাধাদানের ঘটনাও ঠিক নয়। এই ঘটনায় অভিযুক্ত গ্রামবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে।