শিলিগুড়ি, ১১ মেঃ আগামী ১৫ জুনের মধ্যে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধানে উদ্যোগী না হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল বানিয়ে গলায় জুতার মালা পড়িয়ে গোটা পাহাড়ে ঘোরানো হবে। বুধবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এস পি শর্মা।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জিটিএ নির্বাচন নিয়ে এক হাত নিয়েছেন রাজ্য সরকারকেও। এদিন এস পি শর্মা বলেন, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে পাহাড়বাসীর সঙ্গে প্রতারণা করছে কেন্দ্রের বিজেপি সরকার। সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে পাহাড়ে। টানা তিনবার পাহাড় বিজেপিকে সাংসদ উপহার দিলেও বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার বিনিময়ে প্রতারনা করেছে। আগামী ১৫ জুনের মধ্যে পাহাড়ের স্থায়ী রাজনৈতীক সমস্যার সমাধানে কেন্দ্র উদ্যোগী না হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল বানিয়ে জুতোর মালা পড়িয়ে পাহাড়ে ঘোরাবেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে জিটিএ নির্বাচনের ঘোষনাকে অগণতান্ত্রিক বলেও রাজ্য সরকারকে একহাত নিয়েছেন এস পি শর্মা।