নিউজ ডেস্ক : বিগত কয়েকদিন যাবত এ রাজ্যের কলেজে মেধা তালিকায় একের পর এক নাম উঠে আসে বলিউডের অভিনেত্রী থেকে শুরূ করে প্লেব্যাক সিঙ্গার এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের। দক্ষিণবঙ্গের কলকাতার আশুতোষ কলেজে বলিউডের অভিনেত্রী সানি লিওন, বজবজ কলেজেও সানি লিওন, বারাসাত কলেজে মিয়া খালিফা অপরদিকে উত্তরবঙ্গের মানিকচক কলেজে বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার নেহা কক্কর এমনকি শিলিগুড়ি কলেজে জনপ্রিয় কার্টুন চরিত্র সিনচ্যান এবং তার অভিভাবক ডোরেমনের নাম উঠে আসে। যদিও এই বিষয়টি চোখ এড়িয়ে যায়নি বলি অভিনেত্রী সানি নিওনের। নিজের ট্যুইটার থেকে তিনি পোস্ট করেছেন “পরের সেমিস্টারে ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে।” ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পরে গিয়েছে এ রাজ্যের কলেজগুলিতে। যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে সেটি সংশোধন করে নেন সমস্ত কলেজ কর্তিপক্ষ। নকল এসব চরিত্রদের সন্ধানে কলেজ কর্তিপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরূ হয় তল্লাশি।
তদন্তে নেমে রীতিমত হাড় হিম করা তথ্য উঠে আসে। মূলত আশুতোষ কলেজে নকল সানি লিওনের ব্যাপারে গোয়েন্দাবিভাগ জানায়, মূলত VPN ব্যবহার করে এসব ভুয়ো আবেদন করা হয়েছে এবং যে আই-পি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তা পশ্চিমবঙ্গের নয় সিঙ্গাপুরের। নিজের নাম পরিচয় গোপন রাখতে এই VPN ব্যবহার করায় অপরাধীকে খুঁজে পাওয়া রীতিমতো কষ্টসাধ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আরো দাবি মূলত একই অসাধু চক্রের অপরাধীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের সুনামকে নষ্ট করতে এমন কাণ্ড ঘটিয়েছে। তবে খুব শীগ্রই পুলিশ তদন্ত করে রহস্য উন্মোচিত করবে।