নিউজ ডেস্ক , ১৯ সেপ্টেম্বর : যন্ত্রচালিত নৌকা থেকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার ৯টি গরু। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনের কালিদাসপুর পঞ্চমঘাটের বিপরীতে মরিচঝাঁপি জঙ্গলের কাছে একটি যন্ত্র চালিত নৌকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ৯টি গরু উদ্ধার করে সুন্দরবন উপকূল থানার পুলিশ।
অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতি ওই গরু গুলো নিয়ে পাচারের উদ্দেশ্য বাংলাদেশের দিকে যাচ্ছিল। তবে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে গরু গুলি। তবে পুলিশকে আসতে দেখে ঘটনাস্থল থেকেই চম্পট দেয় দুষ্কৃতিরা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি জীবিত গরু, একটি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।