নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফের তৎপর হয়ে উঠলো কেন্দ্রীয় সংস্থা ইডি। বিজেপি নেতা মুকুল রায়ের পর এবারে তৃণমূলের যে ৫ জন নেতানেত্রীকে ইডির তরফে নোটিশ পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, অপরূপা পোদ্দার,রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন আইপিএস এস মির্জাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নোটিশে এদের সকলের ব্যাংকের নথি ও সম্পত্তির বিবরন পাঁচদিনের মধ্যে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য এর আগে জুন মাসে ইমেল এ এবিষয়ে নোটিশ দিয়েছিলো ইডি কর্তৃপক্ষ। ইডির এই তৎপরতায় বেশ অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য গত নির্বাচনের সময় একটি ভিডিও ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়াতে। ভিডিও টিতে কয়েক জন নেতা নেত্রীকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রচারে নামে বিজেপিও। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আর সি টি ভি সংবাদ।
আরও পড়ুন : কর্তৃপক্ষের সিদ্ধান্তেই দল থেকে বাদ পড়েছিলেন মহারাজ