বালুরঘাট , ৮ আগস্ট : এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট থানার বেলাইন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম উত্তম মণ্ডল।
প্রাথমিক অনুমান লকডাউনে কাজ হারিয়ে যাওয়ায় আর্থিক অনটনের জেরে পারিবারিক অশান্তি চলছিল৷ একারণে স্ত্রীও তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। যেকারণে মানসিক অবসাদ গ্রাস করে তাকে। গ্রামবাসীরা জানিয়েছেন বেশকিছুদিন হল তার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে রয়েছে। এনিয়ে বাড়িতে অশান্তি চলছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে লকডাউন ও করোনা অতিমারিতে কাজ না থাকায় আর্থিক অনটনে ভুগছিল ওই যুবক। সেকারণে রবিবার সকাল থেকেই গাছের মগডালে উঠে বসে ছিল ওই যুবক। কিন্তু তার মতলব কিছুটা অনুমান করতে পেরেছিলেন গ্রামবাসীরা। তাই তাকে গাছের মগডাল থেকে নামানোর অনেক চেষ্টা করতে থাকেন তারা। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হন গ্রামবাসীরা৷ তাকে গাছ থেকে নামানো যায় নি। বাধ্য হয়েই পরবর্তীতে দমকল ও থানায় খবর দেওয়া হয়। কিন্তু তারা পৌঁছানোর আগেই সব শেষ। গায়ের গেঞ্জি গলায় জড়িয়ে ঝুলে পড়ে সে৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।