জয়ের উচ্ছ্বাসের পর গোল বাতিল, হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন সি আর সেভেন

নিউজ ডেস্ক , ২৩ আগস্ট : মরসুমের শুরুটা খুব একটা ভালো হলো না জুভেন্তাসের। উদিনেসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করল জুভেন্তাস। শুরু থেকে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৬০ মিনিটের মাথায় তিনি মাঠে নামেন। ম্যাচের ৩ মিনিটের মাথায় পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্তাস।

৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান যুয়ান কুয়াদ্রাদো। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান উদিনেসের রোবার্ত পেরেইরা। তবে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় জেরাদ দেলোফেউরের গোলে সমতায় ফিরে আসে উদিনেসে। তবে অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরে জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। এমনকি তার সতীর্থরাও আনন্দে মেতে ওঠেন। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। সেই গোলটিকে অফসাইড বলে বাতিল করেন ম্যাচের রেফারি। শুধু এখানেই থেমে যায়নি বিষয়টি। ম্যাচ শেষে পয়েন্ট নষ্ট হবার পাশাপাশি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সব মিলিয়ে মেগা রবিবারের ম্যাচে ড্র করে মাঠ ছাড়লো উদিনেস।

Next Post

কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া এলাকায়

Mon Aug 23 , 2021
চোপড়া , ২৩ আগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার কিশোরের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগছ এলাকায়। ধুমডাঙ্গি রেলস্টেশনের কাছে এই চার কিশাের মােবাইলে গেম খেলতে খেলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময় পিছন থেকে আগরতলা-দেওঘর ডাউন ( ৫৬২৬ ) […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম