ভারত-আমেরিকার মধ্যে সম্পন্ন হল ঐতিহাসিক চুক্তি, মার্কিন সেনা থেকে স্যাটিলাইটের লাইভ ছবি পাবে ভারত

ভারত-আমেরিকার মধ্যে সম্পন্ন হল ঐতিহাসিক চুক্তি, মার্কিন সেনা থেকে স্যাটিলাইটের লাইভ ছবি পাবে ভারত

নিউজ ডেস্ক, ২৭ অক্টোবর :   ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল ভারত-আমেরিকার মধ্যে। মঙ্গলবার Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial Cooperation (BECA) নামে এই চুক্তি স্বাক্ষরিত দুই হয় দুই দেশের মধ্যে। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকে লাইভ ছবি পাবে ভারতীয় সেনা।

উল্লেখ্য সোমবারই ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও (Michael Pompeo) এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার (Mark Esper)। মঙ্গলবার দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এই Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial Cooperation (BECA) চুক্তি। জানা গেছে, এটি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ভারতীয় ও মার্কিন ফৌজের মধ্যে তথ্য আদানপ্রদান আরও মজবুত হবে। শুধু তাই নয়, মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকেও লাইভ ছবি পাবে ভারতীয় সেনা। এরই পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা, প্রতিরক্ষা চুক্তি, উপগ্রহ চিত্র, গোয়েন্দা তথ্য বিনিময়, চিনা সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, লাদাখের পরিস্থিতি, দক্ষিণ চিন সাগরে যুদ্ধের সম্ভাবনা, চিনের বিরুদ্ধে কোয়াড গোষ্ঠীর সামরিক পদক্ষেপ-সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় দুই দেশের মধ্যে। প্রসঙ্গত, লাদাখে সংঘর্ষের আবহে চিনা ফৌজের গতিবিধির উপর নজর রাখতে এই চুক্তি অত্যন্ত জরুরি ছিল ভারতের জন্য।

Next Post

পাক মসজিদে তীব্র বিস্ফোরণ, মৃত ৭ শিশু, আহত বহু

Tue Oct 27 , 2020
 নিউজ ডেস্ক , ২৭ অক্টোবর :  তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ‘সন্ত্রাসের আঁতুড় ঘর’ পাকিস্তানের পেশোয়ার ৷ মঙ্গলবার একটি স্কুলের সামনে মসজিদে প্রবল বিস্ফোরণ ঘটে৷ এঘটনায় ৭ জন শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। পাশাপাশি আহত হয়েছে প্রায় ৭০-৮০ জনের মতো। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পাক সেনা। মঙ্গলবার […]

আপনার পছন্দের সংবাদ