করোনা এখন হাতিয়ার জঙ্গিদের!

নিউজ ডেস্ক , ১৯ নভেম্বর :  করোনা সংক্রমনের জেরে এখন ব্যাতিব্যস্ত গোটা বিশ্ব। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক হারে গুজব ছড়াতে লেগে পড়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) । তাদের দাবি, পশ্চিমের দেশগুলো ও অমুসলিমদের শাস্তি দিতেই এই মহামারি সৃষ্টি করেছে আল্লাহ। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অবৈজ্ঞানিক অপপ্রচার চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো। বলা হচ্ছে, ‘করোনা হল আল্লাহরই সৈনিক। ইউরোপের দেশ ও অবিশ্বাসীদের শাস্তি দিতেই এই ভাইরাস পাঠিয়েছে আল্লাহ। এদিকে আরেক জঙ্গি সংগঠন ‘আল শাবাব’ দাবি করেছে, বিদেশি শত্রু ও তাদের সমর্থকরাই করোনা মহামারির জন্য দায়ী। ফলে করোনা নিয়ে এই ধরনের গুজব ছড়িয়ে এখন জঙ্গি সংগঠন গুলি কতটা ফয়দা তুলতে পারে এখন সেটাই দেখার।

Next Post

গোটা দেশে পেরল ৯০ লক্ষের গণ্ডি, একদিনে করোনা সংক্রমণ ৪৫ হাজার

Fri Nov 20 , 2020
নিউজ ডেস্ক, ২০ নভেম্বর :   করোনা আছে করোনাতেই। লকডাউনের পরেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার দাপট৷ গোটা দেশে করোনা সংক্রমণ সংখ্যা ৯০ লক্ষ পার করল৷ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, মোট সংক্রমণের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৬৷ ছট পুজো […]

আপনার পছন্দের সংবাদ