নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : রেসলিং রিং-কে চিরবিদায় জানালেন বিশ্ব বিখ্যাত রেসলার মার্ক উইলিয়াম ক্যালাওয়ে ওরফে দ্য আন্ডারটেকার ৷ দীর্ঘ ৩০ বছরের বর্ণময় রেসলিং কেরিয়ারে WWE- প্রেমীদের কাছে আন্ডারটেকার নামেই সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি।বছরের পর বছর ধরে লাগাতার সাফল্যই তার কেরিয়ারের ইউএসপি।
তাই তো তিন দশক পরেও সমানভাবে জনপ্রিয় দ্য ডেড ম্যান। সোমবার সারভাইভার সিরিজের মঞ্চে অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করলেন আন্ডারটেকার।রিং থেকেই আন্ডারটেকার বলেন, “৩০ বছর এই রিংয়ের সঙ্গে সম্পর্ক ৷ অনেক হলো ৷ এবার আমার সময় শেষ ৷ এবার আমি একটু বিশ্রাম নিতে চাই ৷ গুডবাই WWE”.আন্ডারটেকারের জন্ম ১৯৬৫ সালে। ১৯৮৭ সালে মাত্র ২২ বছর বয়সে সারভাইভার সিরিজ-এ অভিষেক হয়েছিল তাঁর। সাতবার খেতাব জিতেছেন তিনি।