নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর : ২৪ ঘন্টার মধ্যেই দু দুবার কোভিড পজিটিভ ও নেগেটিভ হলেন বিশ্ববিখ্যাত টেসলা ও স্পেস এক্স সংস্থার প্রধান তথা খ্যাতনামা প্রযুক্তিবিদ এবং উদ্যোগপতি এলন মাস্ক। টুইট বার্তায় এলন মাস্ক নিজেই এমন আশ্চর্যজনক তথ্য জানিয়েছেন।
ওই বার্তায় আমেরিকার বহুজাতিক কোম্পানি বেকটন ডিকিনসনের অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন মাস্ক। তিনি বলেন, একই দিনে চারবার পরীক্ষা করিয়ে আমি ২৪ঘন্টার মধ্যে দুইবার পজিটিভ এবং দুইবার নেগেটিভ হয়েছি। একই মেশিন, একই টেস্ট এবং একই নার্স থাকা সত্বেও কেন এমন হল?তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।তবে বেকটন ডিকিনসনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষার ভুল ফলাফলের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।