নতুন বছরের জানুয়ারি মাসে করোনা ভাইরাসের উৎপত্তির খোঁজে চিনের উহান শহরে যাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল

নিউজ ডেস্ক, ১৯ ডিসেম্বর :   নতুন বছরের জানুয়ারি মাসে করোনা ভাইরাসের উৎপত্তির খোঁজে চিনের উহান শহরে যাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল। প্রসঙ্গত, ভাইরাসের আবির্ভাব নিয়ে আলাদা ভাবে তদন্ত করার ব্যাপারে তীব্র আপত্তি ছিল বেজিং-এর।

সেজন্য উহান শহরে প্রবেশাধিকার পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক মাস সময় লেগেছে।
জানা গিয়েছে, উহানে ওই বিশেষজ্ঞরা ভবিষ্যতে এরকম অতিমারি আটকানোর উপায় খুঁজতেই সেখানে যাচ্ছে বলে জানা গেছে। কোন দেশ থেকে করোনা ছড়াল? কে বা কারা দায়ী?তা সন্ধানের জন্য নয়, কি ঘটেছিল তা জানার চেষ্টা করতেই এই প্রচেষ্টা বলে জানা যাচ্ছে। এই ভাইরাস উহানের এক মাছের বাজার থেকে এসেছে বলে ধারণা করা হলেও এর উৎস নিয়ে চিনের সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের উত্তেজনা বাড়তে দেখা যায়। ভাইরাসটি কখন ছড়ানো শুরু হয়েছিল এবং উহান থেকেই এর উৎপত্তি কিনা তা খুঁজে বের করাও এই তদন্তের উদ্দেশ্য বলে জানা গেছে।
করোনার নাম প্রকাশ্যে আসতেই বিশ্বে ছড়িয়ে পড়ে চিনের উহান শহরের নাম। হুনান প্রদেশের এই শহরেই করোনার জন্ম বলে ধারনা বিশ্ববাসীর । তবে এই নিয়ে নাকি আপত্তি আছে উহানবাসীর। সেখান থেকে করোনার যে উৎপত্তি হয় নি,তা প্রমাণ করতে মরিয়া সেখানকার বাসিন্দারা।

অন্যদিকে বলা হয়, উহানের একটি গবেষণাগার থেকেই সম্ভবত ভাইরাসটি ছড়িয়েছে। দূতাবাসের কর্মীরা যে ওই গবেষণাগারের জৈবনিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তার ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।
আমেরিকা বলেছিল, ভাইরাসটি মানুষের তৈরি। তবে তা না হলেও প্রাদুর্ভাবের শুরু কি কোনো প্রাণীর সংস্পর্শ, নাকি অন্য কোনো দুর্ঘটনা তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ।

Next Post

স্বামীজীর জন্মভিটে ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুজো দিলেন শিব মন্দিরেও

Sat Dec 19 , 2020
নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে প্রথমে যান কলকাতার সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দ’র পৈত্রিক বাড়িতে। সেখানে স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপরে বাড়ির ভিতরে থাকা স্বামীজীর জন্মভিটে ঘুরে দেখে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ […]

আপনার পছন্দের সংবাদ