পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি

পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি

ইটাহার, ২ আগস্ট : রক্ত পণ্য নয়, হৃদয়ের দান।একটি জীবন একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি, এই স্লোগানকে সামনে রেখে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে ও স্বর্গীয় অজিত কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে ইটাহার থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হলো সোমবার।

এদিন ইটাহার থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আর্স ভর্মা। পাশাপাশি এদিন ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্তের পিতা স্বর্গীয় অজিত কুমার দত্তেত স্মৃতির উদ্দেশ্যে এক প্রতিবন্ধী দুঃস্থ মানুষকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। এছাড়াও থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সহ ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। এদিন ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও সিভিল ভলেন্টিয়ার মিলিয়ে প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, এসডিপিও রাইডেন তাসরিং লেপচা, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, ওসি পিনাকি সরকার, থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

আরও খবর পড়ুন : ভারতের ঝুলিতে ব্রোঞ্জ পদক এনে দিলেন ব্যডমিন্টন তারকা পি ভি সিন্ধু

Next Post

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

Mon Aug 2 , 2021
বালুরঘাট, ২ আগস্ট : পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সুস্মিতা সুত্রধর। জানা গিয়েছে মাত্র দু’বছর আগে বালুরঘাটের উত্তর চকভবানীর বাসিন্দা সুজন সরকারের সাথে বিয়ে […]

আপনার পছন্দের সংবাদ