ইটাহার, ১ আগস্ট : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক তরুণী। রবিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের বুয়ালতোর গ্রামে।
জানা যায়, দিল্লিতে থাকাকালীন ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের ডহল গ্রামের বাসিন্দা ওই তরুণীর সাথে বছর দেড়েক আগে দুর্লভপুর অঞ্চলের বুয়ালতোর গ্রামের বাসিন্দা দিলয়ার হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী জানায়, দিলয়ার হোসেন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, তবে কিছুদিন আগে থেকে সে আর কোনোও যোগাযোগ রাখে নি। ইতিমধ্যে ওই ব্যক্তি বিবাহিত বলে জানতে পারেন তরুণী। এরপরই এদিন ওই ব্যক্তির বাড়ীতে এসে ধর্ণায় বসেন তরুণী। যদিও এলাকাবাসী সুত্রে জানা যায়, দিলয়ার হোসেন নামের ওই ব্যক্তি বর্তমানে দিল্লিতে রয়েছে। তবে তরুনীর দাবী, তার প্রেমিক বর্তমানে বাড়ীতে না থাকলেও অন্য এলাকায় রয়েছে। যদিও স্ত্রীর মর্যাদা না পাওয়া অবধি ধর্ণা চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন ওই তরুণী।
আরও খবর পড়ুন : বেহাল রাস্তার সংস্কারের দাবীতে বিক্ষোভ এলাকাবাসীদের