বালুরঘাট হিলি প্রকল্পে চমকপ্রদ আর্থিক বরাদ্দ

বালুরঘাট হিলি প্রকল্পে চমকপ্রদ আর্থিক বরাদ্দ

নিউজ ডেস্ক ,৪ফেব্রুয়ারি :বালুরঘাট হিলি রেল প্রকল্পে ১৯০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জানিয়েছেন এবারে রেল বাজেটে বালুরঘাট – হিলি রেল সম্প্রসারণ জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বালুরঘাট – হিলি রেল পরিষেবা চালু হলে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। কারন পরবর্তীতে ভারতের সীমান্ত শহর হিলির আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে সরাসরি পন্য বাংলাদেশে পাঠানো যাবে। জমি অধিগ্রহণ না করায় বালুরঘাট – হিলি রেল প্রকল্পের টাকা ফেরত চলে গিয়েছিল। কিন্তু তিনি ও বালুরঘাটের বিধায়ক ডঃঅশোক লাহিড়ীর প্রচেষ্টায় সেই টাকা ফেরত আনা সম্ভব হয়েছে। যা কিনা অনেকটাই কঠিন ছিল। তাই রেলের উন্নয়নে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার দাবি রাজ্যের কাছে তুলেছেন সুকান্তবাবু৷

অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকা কালীন এই প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু, কেন্দ্র বারবার টাকা না পাঠানোয় কাজ হয়নি। এবারো হিলি রেল সম্প্রসারণে ১৯০ কোটি টাকা বাজেটে ঘোষণা হলেও, জেলার বুনিয়াদপুর – কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর – ইটাহার রেল সম্প্রসারণে মাত্র এক হাজার টাকা করে বরাদ্দ হয়েছে। এনিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমানসে।

Next Post

সন্ধ্যা রাতে ফিল্মি কায়দায় বাড়ির সর্বস্ব লুঠ

Sun Feb 5 , 2023
নিউজ ডেস্ক, ৫ জানুয়ারী ২০২৩ : গৃহকর্ত্রীকে আঘাত করে সর্বস্ব লুঠ করে পালাল দুস্কৃতীরা। শনিবার সন্ধ্যারাতে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কুমারডাঙ্গী এলাকায়। ঘটনার সময় শিশুদের নিয়ে বাড়িতে ছিলেন ২ জন মহিলা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপ দিনকে দিন বেড়েই চলেছে। তারই ফলস্বরূপ এদিনের ঘটনা। তদন্তে নেমেছে পুলিশ।  সন্ধ্যারাতে […]

আপনার পছন্দের সংবাদ