নিউজ ডেস্ক , ১২ অক্টোবর : এবার করোনায় আক্রান্ত হলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার ট্যুইট করে এখবর জানান তিনি। জানা গেছে সপ্তাহখানেক আগে কোনও এক সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। এরপর শারীরিক কোনো সমস্যা অনুভব না করলেও নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন তিনি। কিন্তু গত দু’দিন ধরে করোনার কিছু উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এরপরই করোনা পরীক্ষা করলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ মেনে সরকারি আবাসনেই রয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
রাজ্যে ১৫ দিনের কড়া লকডাউন ঘোষণা করল নবান্ন