জালিয়াতি করে দলীয় কার্যালয় বিক্রির অভিযোগ দলত্যাগী প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৮ নভেম্বর : দল ছেড়ে দেওয়ার পরে জালিয়াতি করে চাঁচলের মালতীপুর আরএসপি পার্টি অফিস বিক্রির অভিযোগ উঠলো প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য চাঁচল-২ ব্লকের মালতীপুর কাশিপাড়া এলাকায়।উল্লেখ্য মালতীপুর কাশি পাড়ায় অবস্থিত দু শতক জমির উপর আরএসপির নিজস্ব পার্টি অফিস রয়েছে।এটি ২০১০ সালে কেনা হয়। যা দলের সম্পদ।কারো ব্যক্তিগত সম্পদ নয় বলে দাবী আরএসপি নেতৃত্বের।

যা প্রাক্তন বিধায়ক রহিম বক্সী বেআইনিভাবে নিজের স্ত্রীর কাছে সেই জমি বিক্রি করেছেন বলে অভিযোগ।আর-এস-পির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বলেন,২০১৯ সালের ১১ জানুয়ারি আব্দুর রহিম বক্সী আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।দল বিরোধী কাজের জন্য তাঁকে ২০১৯ সালের ২৬শে জানুয়ারি আরএসপি দল থেকে বহিস্কার করা হয়।পাশাপাশি চাঁচল-২ লোকাল কমিটিও ভেঙে দেওয়া হয়।কিন্তু ২০১৯ এর ১৪ই জুন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী চাঁচল-২ আরএসপি পার্টির পক্ষে চাঁচল মহকুমা সম্পাদক হিসেবে মালতীপুরের আরএসপির দলীয় অফিসের দু শতক জমি নিজ স্ত্রী আয়েশা খাতুনের নামে জাল বিক্রি নামা বানিয়েছিলেন।যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।এই ঘটনায় প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে চাঁচল থানায় মঙ্গলবার এক লিখিত অভিযোগ দায়ের করেন আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে।যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, মালতীপুর আরএসপির পার্টি অফিস নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে।তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি।

Next Post

গঙ্গারামপুরে ফের শুটআউট, এবার গুলিবিদ্ধ এক বস্ত্র ব্যবসায়ী, আতঙ্কিত সাধারণ মানুষ

Thu Nov 19 , 2020
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর,  ১৯ নভেম্বর :     কালী পুজোর দু’দিন আগে এক যুবক খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সশস্ত্র দুষ্কৃতী হামলা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বানিহারির আশ্রমপাড়া এলাকায় এক যুবককে গুলি করে একদল দুষ্কৃতী। গুলিতে গুরুতর জখম হন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে […]

আপনার পছন্দের সংবাদ