নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৭ নভেম্বর : নিয়ম মেনে পূজার আয়োজন করা হলেও করোনা আবহে বসলোনা মালদা শহরের ফুলবাড়ি এলাকার শতাব্দী প্রাচীন কার্তিক পূজার মেলা। প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজো। এই পুজোয় কার্তিক প্রতিমার বিশেষ চালা নির্মিত হয়। তাতে দেব সেনাপতি ছাড়াও থাকে অন্যান্য দেব দেবী।সোমবার রাতে নিয়ম মেনে পূজো আয়োজিত হয় এখানে।
করা হয় নাম সংকীর্তন অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গণে ঢুকলে এখনো নজরে পড়ে জমিদারি কাঁচের ঝাড়বাতি।অনেকে মানত পূরণের পর ছোট কার্তিক মূর্তি মন্দিরে উৎসর্গ করে পূজো করেন।আগে মহানন্দা নদীতে প্রতিমা বিসর্জনের সময় বাইচ খেলার রীতি ছিল। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু। তবে প্রতিবছর নিয়ম করে মেলা বসে কার্তিক পূজাকে কেন্দ্র করে। প্রতিমা বিসর্জন হলেও চলে মেলা।রায় পরিবারের প্রবীণ সদস্য অরুনেন্দ্র রায় জানিয়েছেন, কোন এক সময় বংশ রক্ষার স্বার্থে কার্তিক পূজার সূচনা করা হয়।বাদশাহী আমল থেকে কার্তিক পূজা হয়ে আসছে এখানে। এবছর করোনা আবহে মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা আবহের জন্য গোটা মন্দির স্যানিটাইজ করা হয়েছে বলে জানান তিনি। এই মেলার বিশেষ আকর্ষণ ভ্যাটের খৈ। এবছর মেলা বন্ধ থাকলেও ভ্যাটের খৈ নিয়ে উপস্থিত ছিলেন দূরদূরান্ত থেকে আগত বিক্রেতারা।এক বিক্রেতা রবি মন্ডল জানিয়েছেন, ভ্যাটের খৈ একমাত্র এই মেলাতেই বিক্রি হয়। সেই কারণে তারা প্রতিবছর শতাব্দীপ্রাচীন কার্তিক পূজার মেলায় ভ্যাটের খৈ বিক্রি করতে আসেন। যদিও এবছর করোনা আবহে ভ্যাটের খৈ তেমন বিক্রি হচ্ছেনা বলে আক্ষেপ প্রকাশ করেছে ওই বিক্রেতা।