নিউজ ডেস্ক , ১৪ই সেপ্টেম্বর : এবারে রাজ্যে পুরোহিত দের জন্য মাসিক ভাতা প্রদানের ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে দরিদ্র সনাতনী পুরোহিতদের জন্য বাড়ি তৈরী করে দেওয়া হবে বলেও ঘোষনা করেন তিনি।
উল্লেখ্য লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিলো মন্দির। বিবাহ, অন্নপ্রাশনের মতো আনন্দানুষ্ঠানেও ছিলো নিষেধাজ্ঞা। ফলে চরম আর্থিক সংকটে পড়েছিলেন পুরোহিতরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন,” রাজ্যের ৮০০০ পুরোহিতকে প্রতিমাসে ১০০০ টাকা করে ভাতা দেবে সরকার। পুজোর মাস থেকেই সেই টাকা পাবেন তারা। পাশাপাশি দরিদ্র সনাতনী পুরোহিতদের জন্য বাংলা আবাস যোজনায় ঘর তৈরী করে দেওয়া হবে। ” মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন পুরোহিত সমাজ। তাদের বক্তব্য, ” লকডাউনের ফলে মন্দির বা বাড়িতে পুজো বন্ধ হয়ে গিয়েছিলো।
বর্তমানে নিয়ম মেনে মন্দির খুললেও মানুষজনের আনাগোনা কম। ফলে আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে আমাদের। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবো আমরা।” অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন,
” মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় পুরোহিসমাজ উপকৃত হবেন। লকডাউনের ফলে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। লকডাউনের মধ্যে দলীয় ভাবে পুরোহিত দের মধ্যে ত্রান বিলির কাজ করেছিলাম। রাজ্যসরকারের এই ঘোষনাকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী যে মানবিক এই ঘটনায় তা আরো একবার প্রমানিত হলো।