নিউজ ডেস্ক , হরিশচন্দ্রপুর , ২২ সেপ্টেম্বর : টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর পাওয়ার হাউসের সামনে বারোডাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বেবি চক্রবর্তীর ঘরের ভেতরে ফ্রীজের ওপর ১০০০০ টাকা ছিল। বাড়ির দরজা খোলা পেয়ে ফ্রীজের ওপর রাখা টাকা চুরি করে পালাতে নেয় এক যুবক। অভিযোগকারী বেবি চক্রবর্তী জানান, বাড়ির দরজা খোলা ছিল আর টাকাটা ফ্রিজের উপরে রাখা ছিল, সেই সুযোগে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ছেলেটি। দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে পাকড়াও করে।এরপরেই উত্তেজিত লাকাবাসীরা তাকে ব্যাপক গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পূলিশসুত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম সাগর মন্ডল। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গড়গড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে ড্রাগস নেওয়ার বিভিন্ন সরঞ্জাম এবং এক পুড়িয়া ড্রাগস্ উদ্ধার হয়। এলাকাবাসীদের অভিযোগ, এরকম বহু যুবক নেশাসক্ত হয়ে লোকের জিনিস চুরি করে বা নিজের বাড়ির জিনিস বিক্রি করে নেশা করছে। এক্ষেত্রে ড্রাগস বিক্রেতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী তুলেছেন এলাকাবাসীরা। যদিও কোথা থেকে সে এই ড্রাগস পেলো তা খতিয়ে দেখছে পুলিশ।তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।