প্রয়াগরাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্ব-পরিবারে মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন অমিত শাহ. জানুন বিস্তারিত..

মহাকুম্ভে অমিত শাহ

    ২৩ জানুয়ারী থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ( mahakumbh mela )। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত। দূর দূরান্ত থেকে বহু পূর্ণাথীরা পুণ্য লাভের আশায় আসছেন মেলায়। মহাকুম্ভ প্রতি ১২ বছর পর অনুষ্ঠিত হয় । আর অর্ধকুম্ভ প্রতি ৬ বছর পর । দূরদূরান্ত থেকে বহু পুণ্যার্থীরা এসে ভিড় জমান মেলায় । পূণ্যার্থীরা বিশ্বাস করেন যে নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায় । মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি । যেখানে সারা বিশ্বের কোটি কোটি ভক্তরা অংশগ্রহণ করেন মেলায় । তেমনই সোমবার প্রয়াগরাজে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( amit shah ) । এদিন স্ব-পরিবার নিয়ে সকাল ১১ টায় ত্রিবেণী সঙ্গম ( tribeni sangam ) পৌঁছান তিনি। বামরোরি বিমানবন্দরে অবতরণের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( yogi adityanath ) অমিত শাহকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্যও । এছাড়াও উপস্থিত ছিলেন দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ( keshav Prasad mourj ) এবং ব্রিজেশ পাঠকও ( brijesh pathak ) । সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে পৌঁছন আরেল ঘাটে । স্টিমারে করে যাওয়ার পথে স্ত্রী সোনাল শাহর ( sonal shah )সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতেও দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মেলায় এসে বেশ উচ্ছ্সিত দেখা গিয়েছে অমিত শাহকে।

    নাতিকে কোলে নিয়ে কি করলেন অমিত শাহ?

      বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে স্ব-পরিবার নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন অমিত শাহ ( amit shah )। ভিডিওতে দেখা যাচ্ছে শাহের পুণ্যস্নানে সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি,যোগগুরু বাবা রামদেব-সহ আরও অনেকেই। স্নানের সময় শাহের মাথায় জল ঢেলে দিতে দেখা যায় সন্তদের। একেবারে কড়া নিরাপত্তায় ত্রিবেণীতে ডুব দেন শাহ। প্রায় ১০ মিনিট ধরে সঙ্গমে স্নান করার পর পরিবারকে সঙ্গে নিয়ে গঙ্গা আরতি সারেন অমিত শাহ ( amit shah )। এক ভিডিওতে দেখা যাচ্ছে, মেলায় উপস্থিত সাধুরা জয় শাহ ( jay shah ) পুত্র অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির কপালে তিলক ঠেকিয়ে আশীর্বাদ করছেন। সেই সময় নাতিকে নিজের কোলে নিয়েছিলেন অমিত শাহ ( amit shah )। নাতিকে কোলে নিয়ে নাতির জন্য সাধুদের কাছে আশীর্বাদ চাইতে দেখা গেছে শাহকে।জানা গিয়েছে, প্রায় ৫ ঘণ্টা মহাকুম্ভে থাকবেন শাহ। পুজোপাঠ সেরে কুম্ভে উপস্থিত সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাঁদের সঙ্গেই মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

       সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ শাহের

       

        পুজোপাঠ সেরে কুম্ভে উপস্থিত সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সঙ্গমে স্নান করার পর অমিত শাহ বড় হনুমানজি মন্দির এবং অক্ষয়বটও পরিদর্শন করেন। এরপর তিনি জুনা আখড়ায় মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে সৌজন্য বিনিময় করার পাশাপাশি মধ্যাহ্নভোজও করেন। গুরু শরণানন্দজির আশ্রমে এবং গোবিন্দ গিরি মহারাজের সঙ্গেও দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়াও তিনি পুরী ও দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে। সবশেষে এদিনই প্রয়াগরাজ থেকে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। এদিন অমিত শার সফর ঘিরে মহাকুম্ভ এলাকা এবং প্রয়াগরাজে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা ছিল।

        Next Post

        সুপ্রিম কোর্টে এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্যকে তোপ দাগলেন মামলাকারীদের আইনজীবী। জানুন বিস্তারিত...

        Mon Jan 27 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email ২০১৬ সালের ঘটনা প্রসঙ্গত, ২০১৬ সালের SSC নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি হারা হয়ে পড়েন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!