নিউজ ডেস্ক , রাহুল বসাক : এক দেশ, এক ভোট- এর নীতিকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র । এজন্য বৈঠক আয়োজিত হয়েছে নির্বাচন কমিশনের দফতরে। ২০১৪ সালে কেন্দ্রে প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকার ‘এক দেশ এক ভোট’-এর তত্ত্ব তুলে ধরে। অর্থাৎ পঞ্চায়েত-পুরসভা থেকে বিধানসভা বা লোকসভা ভোট— সব ভোট পাঁচ বছরের জন্য
আরও পড়ুন : শিলিগুড়ি কলেজে স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকায় নাম উঠে এলো সিনচ্যান ও ডোরেমনের
একসঙ্গে করার পক্ষে সওয়াল করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়া কার্যকর করা গেলে নির্বাচনের বিপুল খরচ সাশ্রয় হবে বলে দাবী করে প্রধানমন্ত্রী ও বিজেপি।উল্লেখ্য পঞ্চায়েত ও পুরসভার নির্বাচনের প্রক্রিয়ার পুরো দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপর। স্থানীয় এই নির্বাচনগুলির জন্য চূড়ান্ত ভোটার তালিকাও তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনও অধিকার থাকে না। মূলত এই পদ্ধতিতেই বদল আনতে চাইছে মোদী সরকার। ভারতীয়
সংবিধানের 243K ধারায় পঞ্চায়েত ভোট ও 243ZA ধারায় বলা রয়েছে পুরসভা নির্বাচনের বিষয়। সংবিধানের এই দুই ধারা সংশোধন করে স্থানীয় নির্বাচনকেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
এই মর্মে গত ১৩ই অগস্ট এই নিয়েই বৈঠক হয় প্রধানমন্ত্রীর দফতরে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্রর নেতৃত্বে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পাশপাশি রাজ্য সরকারগুলিও যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ধরে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা করে, সেই বিষয়ে রাজ্যগুলিকেও আর্জি জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।