নিউজ ডেস্ক, ১৪ ডিসেম্বর : ২০২০ বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি। ২০২০ সাল শুরু থেকেই প্রায় মন্দ৷ ভাল আর কোথায় হল। কারণ যে করোনা মহাহারি বিশ্বজুড়ে হাহাকার বিভীষিকাময় করে দিল সেই বছরটাকে অন্তত ভাল বলতে নারাজ সাধারণ মানুষ। আর এই বছরেই শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আজ রাতে।
এই গ্রহণ আবার দেখা যাবে আসন্ন নতুন বছরে। কি এই সূর্যগ্রহণ? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদের অবস্থানই সূর্যগ্রহণের। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র – এক সরলরেখায় এসে সূর্যকে আড়াল করে দেয় চাঁদ। তখনই পৃথিবী থেকে সূর্যকে যে চেহারায় দেখা যায়, সেটাই সূর্যগ্রহণ। এই সময়ে সূর্য বলয়ের রূপকে ‘হিরের আংটি’র (Ring of Fire) সঙ্গে তুলনা করা হয়। অবশ্য পূর্ণগ্রাস গ্রহণের ক্ষেত্রেই এই দৃশ্য দেখা যায়। বিজ্ঞানীরা আরঈ জানাচ্ছেন, সোমবারও দিনের একটি নির্দিষ্ট সময়ে এই অবস্থানে আসবে পৃথিবী, চাঁদ ও সূর্য। ভারতীয় সময়ে সন্ধে ৭টা ৩ থেকে শুরু হবে সূর্যগ্রহণ, শেষ হবে রাত ১২টা ২৩ মিনিটে। অর্থাৎ ভারত থেকে দৃশ্যমান নয় এই গ্রহণ। তবে নাসা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দৃশ্যমান হবে বছরের শেষতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে সবচেয়ে ভাল দেখা যাবে আকাশের সূর্য, চাঁদের খেলা। সান্টিয়াগো, সাও পাওলো, বুয়েনস আয়ার্স – এই তিন শহরের বাসিন্দারা পুরোপুরি উপভোগ করতে পারবেন আকাশে ‘হিরের আংটি’র চেহারা। ভারতীয়রা ইচ্ছে করলে নাসার ওয়েবসাইট থেকে এই গ্রহণ দেখতে পাবেন৷