নিউজ ডেস্ক , চাঁচল , ০৯ অক্টোবর : মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল আসাপুর রাজ্য সড়কের খরবা ইটভাটার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ট্রাক্টর চালকের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি কোবইয়া গ্রামে।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন ওই ট্রাক্টর চালক ইটভাটার কাছে রাস্তার ধারে ট্রাকটিকে রেখে চা খেয়ে আসবার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে।ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জাহাঙ্গীর আলম।অপরদিকে দূর্ঘটনায় গুরুতর ভাবে জখম হন শেখর ঘোষ নামে ওই বাইক চালকও।তড়িঘড়ি ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে জাহাঙ্গীর আলমকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত বাইকচালক। পরে চাঁচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে বাইকচালকের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে মৃত জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাতক বাইকটিকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।