নিউজ ডেস্ক , ২৭ অক্টোবর : আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল। ভয়াবহ পরিস্থিতিতে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে লক্ষাধিক মানুষকে। শুষ্ক আবহাওয়ার জন্য লস অ্যাঞ্জেলস থেকে ৬০ কিলোমিটার দূরে ইরভাইন অঞ্চলের ফুটহিল এলাকা থেকে সোমবার ভোরবেলায় এই দাবানল সৃষ্টি হয়।
দমকা হাওয়ার কারনে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এলাকার প্রচুর মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।ইরভাইন ও আশপাশের আরও এক লক্ষ মানুষকে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। এরই মধ্যে ৩ হাজার হেক্টর জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। এবারেরএই দাবানলের নাম রাখা হয়েছে সিলভারাডো। আকাশ পথ থেকে নানা প্রক্রিয়ায় আগুন নেভানোর চেষ্টা চলছে। বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই ১৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে