নিউজ ডেস্ক , ২৭ অক্টোবর : তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ‘সন্ত্রাসের আঁতুড় ঘর’ পাকিস্তানের পেশোয়ার ৷ মঙ্গলবার একটি স্কুলের সামনে মসজিদে প্রবল বিস্ফোরণ ঘটে৷ এঘটনায় ৭ জন শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। পাশাপাশি আহত হয়েছে প্রায় ৭০-৮০ জনের মতো। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পাক সেনা।
মঙ্গলবার সাত সকালে তীব্র বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের পেশোয়ার। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি গুরুতর আহত হয়েছে ৭০ থেকে ৮০ জন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু৷ জানা গেছে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি পেশোয়ারের উত্তর-পশ্চিমের একটি জামাত মসজিদ। ওই মসজিদে কচিকাঁচাদের নিয়ে ধর্মীয় স্কুল চালানো হত। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, মাদ্রাসার ভিতরে কেউ একজন একটি ব্যাগ রেখে যায়৷ তার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা নয়৷ একটি ব্যাগের মধ্যে বোমা রেখে দিয়ে গিয়েছে কে বা কারা। এঘটনায় মসজিদের ভিতরের দেওয়াল ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে৷