এবারে মঙ্গলের গ্রহে দেখা গেলো সবুজ রঙের বলয়

নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর :  মঙ্গল গ্রহের চারপাশে এক আশ্চর্য সবুজ বলয় দেখা গেছে। এই প্রথম এই গ্রহের চারপাশে এরকম সবুজ আভার উপস্থিতি টের পাওয়া গেল। এই বলয়ের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার। ওই স্পেস এজেন্সি থেকে জানানো হয়েছে, অক্সিজেনের সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে।

সেখান থেকেই এই সবুজ আভা উৎপন্ন হচ্ছে। নিউইয়র্ক পোস্ট বলছে, সূর্যের রশ্মি পেয়ে অক্সিজেনের অণুগুলি শক্তি সংগ্রহ করে। সেই শক্তি নির্গত হওয়ার সময় গ্রহের চারপাশে একটা সবুজ আভা তৈরি করে।পৃথিবী ছাড়াও অন্য কোন গ্রহে অক্সিজেনের উপস্থিতি ও তার কারণে তৈরি হওয়া সবুজ আভার সন্ধান পেয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে গবেষক মহলে।

জানা গিয়েছে , এই অক্সিজেনের উপস্থিতি মঙ্গল গ্রহে ৪০ বছর ধরে রয়েছে। তবে এই সবুজ আভা আগে কেন দেখা যায়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারই রহস্য উদঘাটনে নেমেছেন বিজ্ঞানীরা !!

Next Post

বিহারে তেজ প্রতাপের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই !

Thu Sep 10 , 2020
নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর :  সব কিছু ঠিকঠাক চললে আর কিছু দিন বাদেই বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। আর এই ভোটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই  (aishwarya rai )!! অর্থাৎ তেজ প্রতাপের বিরুদ্ধে লড়বেন স্ত্রী ঐশ্বর্য।এমনই ইঙ্গিত দিয়েছেন […]

আপনার পছন্দের সংবাদ