নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর : ক্রশশই অন্ধকারে এগিয়ে যাওয়ার মত খবর প্রকাশ্যে এল !! গত ৫০ বছরে পৃথিবীতে বন্যপ্রাণীর সংখ্যা নাকি কমপক্ষে ৭০ শতাংশ কমে গিয়েছে, এমনই রোমহর্ষক তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। তারা বলছেন, মানুষের কারণেই এমন ভাবে হ্রাস পাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের (WWFN) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে সম্প্রতি।
প্রতিবেদনটিতে লেখা হয়েছে, মানুষ প্রকৃতিকে এমনভাবে ধ্বংস করছে যা এর আগে কখনও দেখা যায়নি। বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরার প্রবনতা বৃদ্ধি বন্যপ্রাণী কমার জন্য দায়ী করেছেন গবেষকরা।
এ বিষয়ে ডব্লিউডব্লিউএফ’র আন্তর্জাতিক মহাপরিচালক মার্কো ল্যামবার্টিনি বলেন, খুব দ্রুত বন্যপ্রাণী হ্রাস পাচ্ছে। আমরা গত ৩০ বছর ধরে এমনটি দেখছি এবং এটি ক্রমেই খারাপের দিকেই যাচ্ছে। ২০১৬ সালে ৬০ শতাংশ বন্যপ্রাণী কমার কথা বলেছিলাম। এখন তা ৭০ শতাংশ হয়ে গেছে। বিশ্বকে আমরা বাচাঁনোর চেষ্টা করব নাকি ধ্বংস? ভাবনা শুরু করতে হবে এখনই