শাশ্বতী চক্রবর্তী : বর্তমানে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে *WWW* শব্দটি খুবই পরিচিত। কিন্তু ক’জন জানি যে *WWW* শব্দটি আসলে কি? আবিস্কারকই বা কে এবং এর কার্যকলাপই বা কি!
চলুন তবে এই শব্দের বিষয়বস্তুর ওপর কিছুটা আলোকপাত করা যাক।
WWW ইন্টারনেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ইন্টারনেট ও WWW কিন্তু এক নয়।
WWW এর পূর্ণরূপ হল World Wide Web (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)। যা “W3” বা “WEB” নামেও পরিচিত।
World Wide Web ১৯৮৯ সালে টিম বার্নস লি ( Tim Berners Lee) আবিষ্কার করেন।
WWW বা World Wide Web হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযােগযােগ্য webpage যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়।
সাধারণ কথায় বলতে গেলে, World Wide Web বা WWWএকটি স্টোরেজ সিস্টেম যেখানে বিশ্বের সমস্ত ওয়েবসাইট স্টোর সংরক্ষণ করা হয়।
যখনই কোনও ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজার সফ্টওয়্যারের Search Bar এ একটি URL দেবে, যেমন www.rctvlive.in তখন সার্ভারটি এই নির্দিষ্ট URL (Uniform Resource Locator) এর আইপি (Internet Protocol) Address ব্রাউজার ডোমেন নামের সার্ভারের কাছে পাঠায়। যখন ব্রাউজারটি একটি আইপি Address পায়, তখন ব্রাউজারটি HTTP (Hypertext Transfer Protocol) প্রোটোকলের মাধ্যমে ওয়েব পেজের জন্য ওয়েব সার্ভারে অনুরোধ পাঠায়। HTTP, ব্রাউজার এবং ওয়েব সার্ভার একে অপরের সাথে যোগাযোগ কিভাবে করে তা নির্দিষ্ট করে।
এরপর ওয়েব সার্ভারটি http প্রোটোকলের মাধ্যমে অনুরোধ গ্রহণ করে এবং Enter করা ওয়েব সার্ভারে যদি সেই Page উপস্থিত থাকে তবে অনুরোধের ওয়েব পেজটি অনুসন্ধান করে এটি ওয়েব ব্রাউজারের প্রতিক্রিয়া জানায় এবং পরে http যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর Browser টি সেই ওয়েব পেজটি গ্রহণ করে এবং এটি গ্রহণ করার পর এটির কোড ব্যাখ্যা করে ও ওয়েব পেজটি অনুরোধকারীর সামনে প্রদর্শন করে।