নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : ২৪ ঘন্টার মধ্যে আবার চাকরি প্রতারনার শিকার আর এক মহিলার হদিশ পাওয়া গেল রায়গঞ্জে। ইনিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে অসাধু চক্রের ফাঁদে পা দিয়ে আর্থিক প্রতারনার শিকার হয়েছেন।
বিল না মেটাতে পারার জন্য নার্সিংহোম থেকে ছাড়া পাচ্ছেন না পরিযায়ী শ্রমিক
আরসিটিভি সংবাদে খবর সম্প্রচারিত হতেই একে একে বেড়িয়ে আসছেন প্রতারিতরা। বৃহস্পতিবার এক মহিলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকারের সাথে এ ব্যাপারে দেখা করতে আসেন। একই কায়দায় তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। তিনি জানান, ফেসবুকে অনুরাধা সেন নামের একটি আই ডি’র সাথে যোগাযোগ হয়। ঐ ফেসবুক আই ডি থেকে একটি ফোন নম্বর পান। বলা হয় সেটি রেজিস্ট্রারের নম্বর। সেখান থেকেই প্রতারনার সূত্রপাত।
অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, পথ অবরোধ ক্ষুব্ধ পরীক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নামে কখনও স্যালারি অ্যাকাউন্ট কখনও আবার পিএফ অ্যাকাউন্টের জন্য টাকা চাওয়া হয়। তিনি ৪-৫ ধাপে ১৮ হাজার টাকা দিয়েছেন। তারপর ধীরে ধীরে বিষয়টি নিয়ে তার সন্দেহ জাগে। বুধবার আরসিটিভিতে এই সম্পর্কিত একটি খবর সম্প্রচারিত হওয়ার পর এই মহিলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হন। তিনিও এদিন আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে পুরো ঘটনার কথা তুলে ধরেন।
এবিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকারের সাথে। তিনি জানান, বার বার সকলকে এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়। তার পরেও অসচেতনতার কারনেই এমন ঘটনা ঘটেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি প্রতারিত মহিলাকেও ব্যক্তিগত ভাবে এফআইআর করার পরামর্শ দিয়েছেন রেজিস্ট্রার।প্রসঙ্গতঃ বুধবার এক মহিলাও একই প্রতারনার অভিযোগ সামনে এনেছিলেন। সেক্ষেত্রেও একই নামের ফেসবুক আইডি’র তথ্য সামনে এসেছে। অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন সকলেই।