নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : বাজারে জিনিসের দাম এমনিতে আকাশছোঁয়া। তার ওপর পরপর বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সাধারণ মানুষ। মঙ্গলবার থেকে আরও ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ২ সপ্তাহের মধ্যে ১০০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় ভর্তুকিহীন এল পি জি সিলিন্ডারের দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা।
জেলাগুলিতে দাম পড়বে প্রায় ৭৮৫ টাকার মত। এর আগে গত ২ ডিসেম্বর ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ১৯ কেজি এলপিজির দাম বেড়ে হয়েছে ১৩৮৭ টাকা ৫০ পয়সা। জুলাই মাসেও সাড়ে ৪ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। পরপর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিচার বিবেচনা না করেই পরপর রান্না গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। এমনিতে জিনিসের দাম বাজারে প্রচন্ড হারে বেশি। এই শীতের মরসুমেও শাকসবজি, ডাল, তেল থেকে শুরু করে অন্যান্য খাবার জিনিসের দাম বেড়ে চলেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। অথচ আবার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বোঝা চাপিয়ে দেওয়া হল মধ্যবিত্তদের ঘাড়ে। কীভাবে এই বাড়তি টাকা তারা সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না। মূলত গত দু’সপ্তাহ আগেই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন জেলাগুলিতে রান্নার গ্যাসের দাম ছিল ৬৯২ টাকা ৫০ পয়সা। তারপর আবার ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। এনিয়ে গত ১৪ দিনে ১০০ টাকা বাড়ল গ্যাসের দাম। এতে করে সাধারণ মানুষের পকেটে টান পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।