নিউজ ডেস্ক , ০২ ডিসেম্বর : বছরের শেষে ধাক্কা মধ্যবিত্তের হেঁসেলে। রাতারাতি ভোল বদল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বর মাসে কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে বলে সোমবার রাতে জানিয়েছিল তেল কোম্পানিগুলির তরফে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ভোল বদল। মঙ্গলবার মাঝ রাতে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়।
আর চলতি মাসে নতুন দামেই রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে সাধারণ মানুষকে। তবে তার মধ্যে গ্রাহকরা রান্নার গ্যাসের সিলিন্ডার নিলে তাঁদের কত টাকা ভর্তুকি মিলবে, সেই বিষয়েও তেমন ভাবে কিছু জানা যায় নি।গত ২৬ নভেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিল বামেরা। গত জুলাই মাসে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম। গত ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এই বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।তবে শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নয়, বেড়েছে পেট্রোল ও ডিজেলের দামও । পেট্রোলের দাম বেড়েছে ১৫ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ২৩ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা। গতকাল কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৮৩.৮৭ টাকা, ডিজেলের দাম ছিল ৭৫.৯৯ টাকা। কোভিড মহামারি ও লকডাউন অর্থনৈতিক দুর্ভোগ ডেকে এনেছে দেশবাসীর জন্য। মূল্যবৃদ্ধির থাবায় মধ্যবিত্তের মাথায় হাত। আনাজ, শাক-সবজি থেকে শুরু করে অন্যান্য অত্যাবশ্যক সামগ্রীর দাম বাড়ছে। এই অগ্নিমূল্যের বাজারে গোদের উপরে বিষফোঁড়া রান্নার গ্যাসের দাম।
সোমবার জানানো হয়েছিল, চলতি মাসেও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। তার ২৪ ঘণ্টা পরেই মঙ্গলবার মাঝ রাতে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ১৯ কিলো নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বেড়ে হয়েছে ১৩৫১.৫০ টাকা।